Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চল্লিশ লাখ পেরিয়ে লুইপার গান জেন্টলম্যান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৮, ১২:৪৪ এএম

চলতি বছরের পহেলা বৈশাখ উপলক্ষ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছিলো এই সময়ের শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপা’র গান ‘জেন্টলম্যান’। এই গানের মিউজিক ভিডিওতে লুইপার বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। ১১ এপ্রিল লুইপার গানটি ম্যাক্স ব্যাগ এন্টারটেইনম্যান্ট’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। প্রকাশের সময় থেকে এ পর্যন্ত গানটি ইউটিউবে ৪৪ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। এতে অভিনয়ের জন্য নায়ক সিয়াম প্রশংসিত হচ্ছেন। প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় আকাশ সেন’র সুর সঙ্গীতে ‘জেন্টলম্যান’ শিরোনামের গানের কথা হচ্ছে ‘তোমায় দেখে মনের ভেতর জাগলো ইমোসন, আমি প্রেমে পড়েগেছি ওগো ওগো জেন্টলম্যান’। লুইপা বলেন, ‘শুরু থেকেই গানটি নিয়ে আমার প্রত্যাশা ছিল। গানটির জন্য প্রতিনিয়তই আমি বেশ সাড়া পাই। একজন সঙ্গীতশিল্পী হিসেবে এটাই আমার অনেক বড় পাওয়া। আর অবশ্যই সিয়ামকে ধন্যবাদ দিতে চাই, ব্যস্ত সময়ে আমাকে এই গানের জন্য সহযোগিতা করার জন্য। তার সহযোগিতা ছাড়া এই কাজটা পূর্ণতা পেত না। ধন্যবাদ সৌমিত্র ঘোষ ইমনকে সুন্দরভাবে মিউজিক ভিডিওটি নির্মাণ করার জন্য।’ লুইপা বলেন, ‘আমি সবসময়ই বিরহের গান গাইতে ভালোবাসি। সেই ধারাবাহিকতা থেকে বেরিয়ে এই রোমান্টিক গানটি গেয়েছিলাম। দেশজুড়ে সিয়ামের অনেক ভক্ত আছে। বিশেষ করে মেয়ে ভক্তের সংখ্যাই অনেক বেশি। আমিও তাদের মধ্যে একজন। সিয়াম আহমেদ বলেন, ‘এই মিউজিক ভিডিওতে বাংলাদেশের বর্তমান সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। মিউজিক ভিডিওতে একটু দুষ্টু মিষ্টি ব্যাপারও আছে। যে কারো গানটি শুনলে এবং মিউজিক ভিডিওটি দেখলে প্রথম দেখাতেই ভালোলাগবে। ফলে গানটি শ্রোতাপ্রিয়তা পাচ্ছে।’ এদিকে লুইপার নতুন একটি গান ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানের শিরোনাম ‘মরা গাছে’। জাহাঙ্গীর রানার কথা ও সুরে, শানের সঙ্গীতায়োজনে গত ১৮ ডিসেম্বর লুইপার নতুন এই গানের মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ