Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইয়ুব বাচ্চুর স্মরণে গান সবার প্রিয় এবি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৮, ১২:৪৪ এএম

মরহুম ব্যান্ড সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর স্মরণে প্রকাশিত হয়েছে গান ‘সবার প্রিয় এবি’। গানটি সম্প্রতি ইউটিউবে এসেছে সিডি প্লাসের ব্যানারে। গানটির কথা লিখেছেন আশিক বন্ধু। সজীব দাসের সুর সংগীতে গানটিতে কন্ঠ দিয়েছেন মোহাম্মদ মামুনুল ইসলাম। গীতিকার আশিক বন্ধু বলেন, ‘আইয়ুব বাচ্চু শুধু শিল্পী নন, তিনি ব্যান্ড মিউজিকের একজন অভিভাবকও। আমার গানের জগতে পথচলায় বাচ্চু ভাইয়ের কাছ থেকে স্নেহ , ভালবাসা ও অনুপ্রেরণা পেয়েছি। তিনি সবসময় আমাদের গানে গানে থাকবেন, আমাদের প্রাণের মাঝে বেঁচে থাকবেন। প্রিয় আইয়ুব বাচ্চুকে হৃদয়ে লালন করার আশা নিয়ে আমাদের এই গান। ‘সবার প্রিয় এবি’ গানটি আমি ভালবাসার জায়গা থেকে এবি’ অগনিত ভক্তদের জন্য লিখেছি। সজীব দাস অসাধারণ সুর করেছেন, মামুন তার কন্ঠে অত্যন্ত দরদ দিয়ে গানটি তুলে ধরেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ