Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৈশাখী টেলিভিশনের ১৪ বছরে পদার্পণ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

আজ সফল্যের ১৪ বছরে পদার্পণ করতে যাচ্ছে বৈশাখী টেলিভিশন। মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি সংস্কৃতি লালনের অঙ্গীকার নিয়ে ২০০৫ সালের ২৭ ডিসেম্বর যাত্রা শুরু হয় চ্যানেলটির। নতুন বছরে পা রাখার গৌরবময় সময়কে স্মরণীয় করে রাখতে আজ বৈশাখীর অনুষ্ঠানমালায় রয়েছে গান, নাটক, সিনেমাসহ নানা অনুষ্ঠান। সরাসরি সম্প্রচারিতব্য সংগীতানুষ্ঠান ‘বৈশাখীর জন্মদিনে’ শুরু হবে সকাল ৮.২৫ মিনিটে, চলবে দুপুর ২,০০ পর্যন্ত। আফরিন অথৈ ও তাসনুভা মোহনার উপস্থাপনায় গান গাইবেন ১৭ জন কণ্ঠশিল্পী। এদের মধ্যে ফকির শাহাবুদ্দীন, অলক সেন, দেবলিনা, রাফাত, বিন্দু কনা, দোয়েল, হৈমন্তী, স্মরণ, উপমা, স্নিগ্ধা , শিল্পী বিশ্বাস, দীপা, অঙ্কন, ইউসুফ, তিন্নি ও সাগর। সংগীতানুষ্ঠান ছাড়াও রাতে প্রচার হবে তিনটি একক নাটক। রাত ৮টায় রয়েছে পার্থ বড়ুয়া, তিশা, মইন অভিনীত ‘স্বপ্নযাত্রা’। মহিউদ্দিন আহমেদের চিত্রনাট্য ও সংলাপ রচনায় নাটকটি পরিচালনা করেছেন পারভেজ আমিন। রাত ৯ টায় প্রচার হবে আনিসুর রহমান মিলন, জাকিয়া বারী মম, তমালিকা কর্মকার অভিনীত অ্যাকশান নাটক ‘ফুড স্টেশন অ্যাটাক’। আনন জামানের রচনা ও চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন। রাত ১১টায় প্রচার হবে গ্যাঁড়াকল। সঞ্জয় সমদ্দারের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকে অভিনয় করেছেন প্রাণ রায়, সজল, পিয়া বিপাশা, জোভান, জামিল হোসেন প্রমুখ। নাটক ছাড়াও রয়েছে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত দুটি সিনেমা। দুপুর ২.৪৫ মিনিটে প্রচার হবে ‘প্রেমিক নাম্বার ওয়ান’। এ ছবিতে আরও অভিনয় করেছেন নিপূণ, কেয়া, ববিতা ও মিশা সওদাগর। রাত ১২ টায় রয়েছে ‘ যদি বউ সাজো গো’। ১৪ বছরে পদার্পণ উপলক্ষে বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, আমাদের জন্য এ এক বড় আনন্দের দিন। ১৩টি বছর পেরিয়ে আসা একটি চ্যানেলের জন্য কম কথা নয়। এই দীর্ঘ পথ পরিক্রমায় যারা বৈশাখী টেলিভিশনের সঙ্গে ছিলেন এখনও যারা আছেন তাদের আন্তরিক প্রচেষ্টা এবং দর্শকদের অফুরন্ত ভালোবাসার কারণেই এটা সম্ভব হয়েছে। বৈশাখী টেলিভিশন যাত্রা শুরুর পর থেকেই দর্শকদের কথা চিন্তা করে নানা ধরনের অনুষ্ঠান প্রচার করে আসছে। দর্শকদের ভালোবাসা ছাড়া এত দীর্ঘ পথ পাড়ি দেওয়া সম্ভব ছিল না। ভবিষ্যতেও বৈশাখী টেলিভিশন সবশ্রেণীর দর্শকের কথা মাথায় রেখে আরো নতুন নতুন অনুষ্ঠান এবং বরাবরের মতো বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবে। দেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে যদিও বৈশাখী টেলিভিশন এ প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য কোনো আয়োজন করছে না, তারপরও পর্দায় যে আযোজন থাকছে তা দর্শকদের ভালো লাগবে বলে আমাদের বিশ্বাস।সবশেষে বৈশাখী টেলিভিশনের সম্মানীত দর্শক, বিজ্ঞাপণদাতা, কেবল অপারেটরসহ সকল শুভানুধ্যায়ীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ