Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে বিএনপির প্রার্থী হলেন বেবী নাজনীন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে অবশেষে বিএনপির প্রার্থী হলেন পেলেন ব্ল্যাকডয়মন্ড খ্যাত কণ্ঠশিল্পী বেবী নাজনীন। মো. আমজাদ হোসেন সরকারের প্রার্থিতা স্থগিত করার পর সেখানে তাকে মনোনয়ন দিয়েছে বিএনপিবিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। গত মঙ্গলবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিটার্নিং কর্মকর্তা বরাবর এক চিঠিতে এ মনোনয়ন চ‚ড়ান্ত করেন। চিঠিতে মির্জা ফখরুল রিটার্নিং কর্মকর্তাকে বলেন, মো. আমজাদ হোসেনকে বিএনপি থেকে মনোনিত করা হয়েছিল। আদালত তার প্রার্থিতা স্থগিত করেছে। ফলে বৈধ প্রার্থী হিসেবে বেবী নাজনীনকে মনোনয়ন দেয়া হয়। উল্লেখ্য, বেবী নাজনীন বিএনপি থেকে মনোনয়নের জন্য ফরম সংগ্রহ করেছিলেন। কিন্তু তাকে বিকল্প প্রার্থী হিসেবে রেখে মো. আমজাদ হোসেনকে মনোনয়ন দেয় বিএনপি। গত সোমবার মো. আমজাদ হোসেনের প্রার্থিতা স্থগিত করেন হাইকোর্টের চেম্বার আদালত। তিনি সৈয়দপুর পৌরসভার মেয়র পদে থেকে নির্বাচন করছিলেন অভিযোগ করে তার বিরুদ্ধে আদালতে এক রিট আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত দেন আদালত।



 

Show all comments
  • kazi azad ২৭ ডিসেম্বর, ২০১৮, ৫:৩৯ পিএম says : 0
    Tomar gan gawa manay tomar geyan dewa manay na.ses belay geyan dia mja paba na.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ