Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরটিভির ১৪ বছরে পদার্পণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

গতকাল ১৪ বছরে পদার্পণ করছে দেশের অন্যতম স্যাটেলাইট টেলিভিশন আরটিভি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তেজগাঁওস্থ বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে কেক কেটে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগীত পরিবেশন করবেন দেশের প্রখ্যাত শিল্পীবৃন্দ। ১৪ বছরে পদার্পণ উপলক্ষে আরটিভি’র প্রধান প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘বেঙ্গল মিডিয়া কর্পোরেশন লিমিটেড (আরটিভি) ১৩ পেরিয়ে ১৪ বছরে পদার্পণ করেছে। আমাদের দৈনন্দিন জীবনে টেলিভিশনের অনুপস্থিতি কল্পনা করা যায় না। টেলিভিশন বিনোদন, শিক্ষা ও জ্ঞান দিয়ে আমাদের জীবনকে অর্থবহ করে তুলছে। সে হিসেবে টেলিভিশনের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। আরটিভি সেই দায়িত্ব পালন করছে নিষ্ঠার সাথে।’ তিনি বলেন, ‘আরটিভি বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবছরও দর্শক চাহিদা অনুযায়ী নতুন নতুন অনুষ্ঠান, বস্তুনিষ্ঠ সংবাদ ও জনগুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে হাজির হচ্ছে। আরটিভি সব সময় চেষ্টা করছে, বাংলাভাষী সব বয়সী শ্রেণী-পেশার দর্শকদের উপযোগী করে নিজেদেরকে গড়ে তুলতে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ