Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাল মুক্তি পাচ্ছে ‘সিমবা’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বলিউডের বছর শেষ হতে যাচ্ছে ‘সিমবা’ ফিল্মটি দিয়ে। এটি এই বছরের সবচেয়ে প্রতীক্ষিত চলচ্চিত্রের একটি। সাইফ আলি খানের কন্যা সারা আলি খানের জন্য এটি একটি বিশেষ চলচ্চিত্র। প্রথমত এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় চলচ্ছিত্র। আর তার প্রথম ফিল্ম ‘কেদারনাথ’ বক্স অফিসে গড় সাফল্য পাওয়ার কারণে তিনি এটির ওপর অনেকটাই নির্ভর করছেন। গড় সাফল্য পেলেও সারা উৎরে যাবেন কারণ প্রথম ফিল্মে তিনি প্রশংসিত হয়েছেন আর এটি আসলে পুরুষভিত্তিক ফিল্ম। সাফল্য আর ব্যর্থতার দায় অনেকটাই নায়কের ওপর। অ্যাকশন কমেডি ‘সিমবা’ মুক্তি পাচ্ছে ধর্ম প্রডাকশন্স, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট এবং রোহিত শেট্টি পিকচার্জের ব্যানারে। প্রযোজনা করেছেন করণ জোহর, হিরু যশ জোহর, অপূর্ব মেহতা এবং রোহিত শেট্টি। রোহিত শেট্টির পরিচালনায় অভিনয় করেছেন রণবীর সিং, সারা আলি খান, সোনু সুদ, সিদ্ধার্থ যাদব, আশুতোষ রানা, টাবু, উল্কা গুপ্ত এবং অতিথি ভূমিকায় অজয় দেবগন, তুষার কাপুর, কুণাল খেমু, আরশাদ ওয়ার্সি, শ্রেয়াস তালপাড়ে এবং করণ জোহর। সঙ্গীত পরিচালনা করেছেন তনিষ্ক বাগচী, লিজো জর্জ এবং ডিজে চেতাস। এটি এক দুর্নীতি পরায়ণ পুলিশ কর্মকর্তার গল্প যার বিশ্বাস টাকা আয় করা তার জন্মগত অধিকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ