Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘জিরো’ প্রত্যাশিত সাড়া জাগাতে ব্যর্থ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

সবারই কৌতূহল ছিল বক্স অফিসে একসময় শাহরুখ খান যেমন নিশ্চিত সাফল্যের প্রতীক ছিলেন তা ‘জিরো’ ফিল্মটি দিয়ে আরেকবার প্রমাণ হয়ে কী হবে না। অবশেষে সংশয়টিই শেষ পর্যন্ত সত্যে পরিণত হয়েছে। বড়দিনের ছুটিকে সামনে রেখে গত শুক্রবার (৩১ ডিসেম্বর) ফিল্মটি মুক্তি পায় এবং প্রথম দিনেই আশংকা সত্য হয়েছে। এখন যেমন চল হয়েছে প্রথম তিন দিনে ফিল্মকে ১০০ কোটি ক্লাবের সদস্য হতে হবে, তা যে এই ফিল্মটির ক্ষেত্রে ঘটবে না তা প্রথম দিনের প্রমাণিত হয়েছে। সমালোচক আর দর্শক কেউই চল”িচত্রটিকে ঠিক আনুকূল্য দেয়নি। তবে এটি যে ফ্লপ ফিল্ম তাও কিন্তু নয়। আনন্দ এল. রাইয়ের পরিচালনায় ড্রামা ফিল্ম ‘জিরো’তে অভিনয় করেছেন শাহরুখ খান, আনুষ্কা শর্মা, ক্যাটরিনা কাইফ, তিগমাংশু ঢুলিয়া, বৃজেন্দ্র কালা, শিবা চাধা, মোহাম্মদ জিশান আইয়ুব এবং অতিথি ভূমিকায় সালমান খান, গণেশ আচারিয়া, আর. মাধবন, শ্রীদেবী, কারিশমা কাপুর, কাজল, মাধুরী দীক্ষিত, কারিনা কাপুর খান, আলিয়া ভাট এবং রানি মুখার্জি। প্রথম দিনে ফিল্মটি আয় করেছে ২০.১৪ কোটি রুপি। শনিবার ফিল্মটির আয় ১৮.২২ কোটি রুপি। রবিবারের ২০.৭১ কোটি রুপি আয়ে সপ্তাহান্তের আয় ৫৯.০৭ কোটি রুপি। সোমবার ও মঙ্গলবারের আয় যথাক্রমে ৮ কোটি রুপি এবং ১১.৫ কোটি রুপি (বড়দিনের ছুটি)। ২০০ কোটি রুপি বাজেটে নির্মিত চলচ্চিত্রের ৪৩৮০ পর্দা থেকে এই আয় অবশ্যই যথেষ্ট নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ