Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারো আইটেম গানে মাহিয়া মাহি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

অগ্নি, অগ্নি ২, দবির সাহেবের সংসার, মনে রেখো সিনেমায় আইটেম গানে পারফর্ম করে সাড়া ফেলেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আবারো একটি আইটেম গানে পারফরম করছেন তিনি। অবতার নামে একটি সিনেমা আইটেম গানে পারফর্ম করছেন তিনি। সম্প্রতি এফডিসির চার নম্বর ফ্লোরে আইটেম গানের শূটিংয়ে অংশ নিয়েছেন মাহি। মাহি বলেন, গানটি গল্পের অংশ। নকল কিংবা কপিপেস্ট নয়। দেশীয়ভাবে বেস্ট আয়োজনে গানটি চিত্রায়িত হচ্ছে। গানের কথা লিখেছেন তারেক তুহিন। সুর-সংগীত করেছেন আহমেদ হুমায়ূন এবং গানে কণ্ঠ দিয়েছেন ঐশী। পরিচালক মাহমুদ হাসান শিকদার জানান, অবতার সিনেমার শূটিং-গান, ডাবিং, সম্পাদনা সবই শেষ। শুধুমাত্র এই আইটেম গানের কাজ বাকি রয়েছে। এবার এর কাজ হচ্ছে। আগামী ফেব্রুয়ারি মাসে মুক্তি দেয়ার ইচ্ছা। সিনেমাটি বাণিজ্যিক ঘরানার। এতে নাচ, গান, ফাইট সবই থাকছে। আমাদের সমাজ বদলে দেয়ার মতো অবতার এখন খুঁজে পাওয়া যায় না। যার জন্য সমাজে নৈতিক অবক্ষয় বিরাজ করছে। আমিন খানকে সমাজের অবতার হিসেবে দেখা যাবে। মাহি থাকছেন তার বোন হিসেবে।



 

Show all comments
  • মিলন রানা ২৫ জানুয়ারি, ২০১৯, ১২:০২ পিএম says : 0
    আইটেম গান
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাহিয়া মাহি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ