পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আইন শৃংখলা রক্ষাকারী পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা বর্তমানে তলানীতে। দলীয়করণ, ক্ষমতাসীন দলের আজ্ঞাবহ ভুমিকা পালনের জন্যই বাহিনীটির ওপর আমজনতার এই আস্থাহীনতা সৃষ্টি হয়। নির্বাচনী তফসিল ঘোষণার পর নির্বাচনে এক দলীয় প্রচারণা এবং গায়েবী মামলায় ধরপাকড়ের ঘটনা সেই আস্থাহীনতাকে আরো গাঢ় করেছে। ঐক্যফ্রন্টের নেতারা অভিযোগ করছেন পুলিশ বাহিনী যেন বিএনপিকে তাদের প্রতিপক্ষ মনে করছে। লক্ষিপুর ও শরীয়তপুরে প্রচারণায় নেমে বিএনপির দুই প্রার্থী গুরুত্বর আহত হয়েছে। তারপরও সাধারণ মানুষ এখনো সেনাবাহিনীর প্রতি আস্থাশীল। রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা-উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে বসবাসরত সাধারণ মানুষ মনে করে সেনাবাহিনী ভোটের মাঠে নিরপেক্ষ ভূমিকা পালন করবে। সব দল যাতে নির্ভয়ে প্রচারণা চালাতে পারে সে পরিবেশ সৃষ্টি করে ভোটারদের মধ্যে সৃষ্ট ভীতি আতঙ্ক দূর করবে। তবে খোঁজ নিয়ে জানা গেছে এখনো রাজধানী ঢাকার অনেক এলাকায় সেনাবাহিনীকে দেখা যায়নি।
দৃর্শতঃ এখন পর্যন্ত সব প্রার্থীর নির্বাচনী প্রচারণার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়নি। সেনাবাহিনী মাঠে নামার পরও আজ সংঘাত সংঘর্ষ এবং গুলিবর্ষনের ঘটনা ঘটেছে। লক্ষ্মীপুর-৩ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর গণসংযোগে হামলার ঘটনা ঘটে। তিনি সদর উপজেলার শান্তিরহাট বাজারে গণসংযোগ করতে গেলে হামলা করা হয়। এতে প্রার্থী নিজে, তিন সাংবাদিক, বিএনপি, যুবদল ও ছাত্রদলের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়। আহতদের মধ্যে প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পুলিশ।
শরীয়তপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদকে কুপিয়ে গুরুতরভাবে জখম করেছে দুর্বৃত্তরা। চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় নেয়া হয়েছে। তিনি আজ দুপুরে গোসাইরহাট উপজেলার কুদালপুর থেকে মিছিল করে উপজেলা সদরে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে। জেলা বিএনপি মহিলা দলে আহ্বায়ক আসমাউল হুসনা জানান, দুপুর পৌনে ১২টার দিকে মিছিলটি সদরের পট্টি এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা লাঠি নিয়ে হামলা চালায়। এতে নুরুদ্দিন মাথা ও ঘাড়ে আঘাত পান। আহত হন দলের আরও অন্তত ২৫ নেতাকর্মী।
নোয়াখালী-৫ আসনের বিএনপির প্রার্থী ব্যারিষ্টার মওদুদ আহমদের গাড়ী বহরে হামলার ঘটনা ঘটেছে। বেলা সোয়া ১১টার দিকে এই ঘটনা ঘটে। মওদুদ আহমদের ব্যক্তিগত সহকারি মমিনুর রহমান সুজন অভিযোগ করে বলেন, সকালে পেশকারহাট, বামনী ও মুছাপুরের উদ্দেশ্যে প্রার্থীসহ আমরা গাড়ী বহর নিয়ে বের হই। পথে নতুন বাজার এলাকায় পৌঁছলে পিছন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়ীতে অর্তকিত হামলা চালায়। এসময় তারা পিছনে থাকা দু’টি গাড়ী ভাঙচুর ও ৫ নেতাকর্মীকে পিটিয়ে জখম করে।
যশোর, চাঁদপুরেও হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। একই সঙ্গে সারাদেশে গ্রাম পর্যায়ে ধানের শীষ প্রতীকের নেতকার্মীদের ব্যাপকহারে গ্রেফতার করছে পুলিশ। সিইসি কে এম নুরুল হুদা বলেছেন, সেনাবাহিনী মোতায়েনের মাধ্যমে ভোটারদের মধ্যে ভোটের আস্থা ফিরে আসবে। স্ববিরোধী কথাবার্তা এবং পক্ষপাতমূলক আচরণের কারণে সিইসি সংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করেছেন। তবে সাধারণ মানুষ প্রত্যাশা করে সেনাবাহিনী দেশের সম্পদ। সেনাবাহিনী কোনো দলের প্রতিষ্ঠান নয়। অতীতে যারা যেভাবে জনগণের পাশে থেকে নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করেছেন, এবারও তাই করবেন। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সেনাবাহিনী এই ১০দিন ভুমিকা রাখবে। নির্বাচন বিশেষজ্ঞরা বলেছেন, প্রশাসন ও পুলিশ বাহিনীকে ব্যবহার করে আবারও এক দলীয় ভোটের প্রস্তুতি চলছে। কিন্তু সেনাবাহিনী নিরপেক্ষ নির্বাচনে সহায়তা করে আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।