Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মওদুদ আহমদের গাড়িবহরে হামলা, আহত ৩

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৮, ১:০৬ পিএম
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের গাড়িবহরে আওয়ামী লীগ সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় তিন বিএনপি কর্মী আহত হয়েছেন।
আহতরা হলেন-আফসার, বেলায়েত হোসেন ও রাকিব। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নের নতুনবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় দুটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়।
 
মওদুদের ব্যক্তিগত সহকারী মোমিনুর রহমান সুজন জানান, কোম্পনীগঞ্জের মানিকপুর নিজ গ্রাম থেকে পেসকারহাট, রামপুর, মুছাপুর ইউনিয়নে গণসংযোগে যাচ্ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ। এ সময় আওয়ামী লীগের সমর্থকরা লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় দুটি গড়িতে ভাঙচুর করেন তারা। এতে বিএনপির তিন কর্মী আহত হয়েছেন। এদিকে এ ঘটনায় কোম্পনীগঞ্জের মানিকপুর নিজ গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন ডেকেছেন মওদুদ আহমদ।
 
অন্যদিকে নোয়াখালী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল এ হামলার ঘটনা অস্বীকার করে বলেন, জনপ্রিয়তা না থাকায় নিজেরাই এ হামলার ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগের দোষ দিচ্ছেন।
 
এর প্রতিবাদে কোম্পানীগঞ্জের পার্টি অফিসে সংবাদ সম্মেলনের ডাক দেয় উপজেলা আওয়ামী লীগ।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ