Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রকাশের সময় : ৮ মে, ২০১৬, ১২:০০ এএম

বিষয় : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আছিয়া কামাল
সিনিয়র শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ
অধ্যায় : বাংলাদেশের অর্থনীতি : কৃষি ও শিল্প
১। বাংলাদেশের প্রধান খাদ্য জাতীয় ফসল কোনটি?
ক) ধান খ) গম গ) ভুট্টা ঘ) আলু
২। পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণ পাট উৎপাদন হয় কোন দেশে?
ক) ভারত খ) চীন গ) বাংলাদেশ ঘ) নেপাল
৩। কোনটি রপ্তানি করে প্রতিবছর বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে?
ক) চা খ) তামাক গ) চিনি ঘ) পোশাক
৪। বাংলাদেশের মোট জাতীয় আয়ে শিল্পের অবদান শতকরা কত ভাগ?
ক) ২০% খ) ২৫%
গ) ৩০% ঘ) ৩৫%
৫। শিল্পায়নের ফলে বাংলাদেশ যে প্রধান সুবিধাটি পাচ্ছে তা হলোÑ
ক) বেকারত্ব কমেছে
খ) শ্রমিকের দক্ষতা বাড়ছে
গ) বৈদেশিক মুদ্রা অর্জন করছে
ঘ) জীবনযাত্রার মান উন্নত হচ্ছে
৬। পাট থেকে বাংলাদেশ প্রতি বছর প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে। এ জন্য পাটকে কী বলা হয়?
ক) রুপালি আঁশ খ) সোনালি আঁশ
গ) মুদ্রার রিজার্ভ ঘ) টাকার ব্যাংক
৭। রাতুল সিলেটে বাস করে। তার এলাকায় কিসের চাষ বেশি হয়?
ক) তামাক খ) পাট গ) চা ঘ) গম
৮। রমিজ মিয়া গমের চাষ করতে চায়। সে কোন সময় গমের চাষ করবে?
ক) শীতকালে খ) গ্রীষ্মকালে
গ) বর্ষাকালে ঘ) শরৎকালে
৯। বাংলাদেশ একটি
ক) উন্নত দেশ খ) সম্পদশালী দেশ
গ) কৃষিপ্রধান দেশ ঘ) দুর্যোগমুক্ত দেশ
১০। জমির উদ্দীন একজন কৃষক। সে ধান, পাট, গম, আলু প্রভৃতি চাষ করে। তার চাষকৃত ফসলের মধ্যে বাংলাদেশের প্রধান ফসল কোনটি?
ক) ধান খ) পাট গ) আলু ঘ) গম
১১। বাংলাদেশের বেশির ভাগ মানুষ কিসের সাথে যুক্ত?
ক) ব্যবসার খ) শিল্পের
গ) চাকরির ঘ) কৃষির
১২। বাংলাদেশের জনসংখ্যার কত ভাগ কৃষির ওপর নির্ভরশীল?
ক) ৭০ খ) ৮০ গ) ৯০ ঘ) ১০০
১৩। বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য কি?
ক) রুটি খ) ভাত
গ) খেজুর ঘ) বার্গার
১৪। গম ও আলু হলোÑ
ক) প্রধান খাদ্য খ) বিশেষ খাদ্য
গ) সুষম খাদ্য ঘ) ভাতের বিকল্প খাদ্য
১৫। বাংলাদেশে কোন আলুর চাষ বেশি হয়?
ক) মোটা আলু খ) গোল আলু গ) তোষা আলু ঘ) বন আলু
১৬। বাংলাদেশে প্রতিবছর কত লক্ষ মেট্রিক টন আলু উৎপন্ন হয়?
ক) ৪০ লক্ষ খ) ৫০ লক্ষ
গ) ৬০ লক্ষ ঘ) ৬৫ লক্ষ
১৭। কোন বীজ থেকে তৈল উৎপাদন করা হয়?
ক) শিমের বীজ খ) ছোলা
গ) ভুট্টা ঘ) বাদাম
১৮। দেশের চাহিদার চেয়ে বেশি উৎপন্ন হয় কোনটি?
ক) তুলা খ) চা গ) গম ঘ) আলু
১৯। বাংলাদেশের বেশির ভাগ মানুষ কোন অর্থকরী কৃষিদ্রব্য উৎপাদনের সাথে জড়িত।
ক) পাট খ) তামাক
গ) চা ঘ) জলপাই
২০। বাংলাদেশে তেল উৎপাদনের প্রধান উৎস হলোÑ
ক) বাদাম খ) সরিষা
গ) সূর্যমুখী ঘ) সয়াবিন

উত্তরমালা :
১। ক, ২। গ, ৩। ঘ, ৪। গ, ৫। গ, ৬। ঘ, ৭। গ, ৮। ক, ৯। গ, ১০। ক, ১১। ঘ, ১২। খ, ১৩। খ, ১৪। ঘ, ১৫। খ, ১৬। ক, ১৭। ঘ, ১৮। খ, ১৯। ক, ২০। খ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি
আরও পড়ুন