Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রকাশের সময় : ১ মে, ২০১৬, ১২:০০ এএম

বিষয় : প্রাথমিক বিজ্ঞান
শিউলী হাসান
সহকারী শিক্ষক (বিজ্ঞান)
ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ
১। বায়ু দূষণ কী?
ক) বায়ুর উপাদানের পরিবর্তন (খ) বায়ুতে কার্বন-ডাই-অক্সাইড বৃদ্ধি পাওয়া (গ) বায়ুতে কার্বন-মনো অক্সাইড বৃদ্ধি পাওয়া (ঘ) সবগুলো
২। টারবাইন কী কাজে লাগে?
ক) জাহাজ চালাতে (খ) নৌকা চালাতে (গ) বিদ্যুৎ উৎপন্ন করতে (ঘ) জ্বালানি তেল ওপরে উঠাতে।
৩। জ্বালানি পোড়ালে বায়ুতে কোনটি বাড়ে?
ক) অক্সিজেন (খ) কার্বন-ডাই-অক্সাইড (গ) নাইট্রোজেন (ঘ) নিয়ন
৪। কোন গ্যাসটি বিষাক্ত?
ক) অক্সিজেন খ) কার্বন-ডাই-অক্সাইড গ) নাইট্রোজেন ঘ) কার্বন মনো অক্সাইড
৫। চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়?
ক) অক্সিজেন খ) কার্বন-ডাই-অক্সাইড গ) নাইট্রোজেন ঘ) জলীয় বাষ্প
৬। হাম বসন্ত ইত্যাদি রোগ কিসের মাধ্যমে ছড়ায়?
ক) পানি খ) বায়ু গ) মশা ঘ) খাদ্য
৭। কিসের কারণে জলীয় বাষ্প মেঘরূপে উড়ে গিয়ে পর্বতের চূড়ায় পৌঁছায়।
ক) বায়ু চাপ খ) বায়ু প্রবাহ ঘ) তাপমাত্রা ঘ) পৃথিবীর গতি
৮। অগ্নিনির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহৃত হয়?
ক) অক্সিজেন খ) নিয়ন গ) হাইট্রোজেন ঘ) কার্বন-ডাই-অক্সাইড
৯। দূষিত বায়ুর কারণে কোন রোগ হয়?
ক) ফুসফুসে ক্যান্সার খ) ম্যালেরিয়া গ) বসন্ত ঘ) ডায়রিয়া
১০। এসিড বৃষ্টিতে কী মিশে থাকে?
ক) পানি খ) হাইড্রোজেন পার অক্সাইড গ) সালফার-ডাই-অক্সাইড ঘ) কার্বন মনো অক্সাইড
১১। বায়ু থেকে মাছ কী গ্রহণ করে?
ক) অক্সিজেন খ) হাইড্রোজেন গ) কার্বন-ডাই-অক্সাইড ঘ) নাইট্রোজেন
১২। নিচের কোনটিতে নাইট্রোজেন ব্যবহৃত হয় না?
ক) মাছ খ) মাংস গ) চিপস ঘ) পানীয়
১৩। মানুষের কোনটির ওপর বায়ু দূষণ প্রভাব ফেলে?
ক) কিডনি খ) লিভার গ) চুল ঘ) স্বাস্থ্য
১৪। কোন প্রাকৃতিক উপাদানটি টারবাইন ঘোরাতে সাহায্য করে?
ক) জ্বালানি তেল খ) মানুষ গ) ঘোড়া ঘ) বাতাস
১৫। আবর্জনা পোড়ালে কী হয়?
ক) বায়ু দূষণ খ) মাটি দূষণ গ) পানি দূষণ ঘ) শব্দ দূষণ
১৬। আমাদের চার পাশে কী আছে?
ক) পানি খ) মাটি গ) বায়ু ঘ) গাছপালা
১৭। বিশদ্ধ বায়ুতে কী থাকে না?
ক) জলীয় বাষ্প খ) অক্সিজেন গ) নাইট্রোজেন ঘ) ধোঁয়া
১৮। বায়ু বাহিত রোগ কোনটি?
ক) জন্ডিস খ) যক্ষ্মা গ) কলেরা ঘ) ম্যালেরিয়া
১৯। বায়ুর কত অংশ নাইট্রোজেন?
ক) এক-তৃতীয়াংশ খ) তিন-পঞ্চমাংশ গ) চার-পঞ্চমাংশ ঘ) এক-পঞ্চমাংশ
২০। নিচের কোনটি বায়ুর চেয়ে ভারী?
ক)কার্বন-ডাই-অক্সাইড খ) হাইড্রোজেন গ) আর্গন ঘ) নাইট্রোজেন

উত্তরমালা
১। ঘ ২। গ ৩। খ ৪। ঘ ৫। গ ৬। খ ৭। ঘ ৮। ঘ ৯। ক ১০। গ ১১। ক ১২। ঘ ১৩। খ ১৪। ঘ ১৫। ক ১৬। গ ১৭। ঘ ১৮। খ ১৯। গ ২০। ক



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি
আরও পড়ুন