Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর সোনাইমুড়ীতে ৮ কেন্দ্র স্থগিত, সহকারী প্রিজাইডিং অফিসারসহ আহত-১০

প্রকাশের সময় : ৭ মে, ২০১৬, ১২:০০ এএম

নোয়াখালী ব্যুরো : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ১০টি ইউনিয়নে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভোটগ্রহন সম্পন্ন হয়েছে। বিভিন্ন কেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে ৮টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছেন প্রিজাইডিং অফিসারগণ। এছাড়া কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন সংঘর্ষে একজন সহকারী প্রিজাইডিং অফিসারসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এদিকে কেন্দ্রে দখল ও সরকার দলীয় একতরফা প্রহসনমূলক নির্বাচনের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’ এর চেয়ারম্যান প্রার্থীরা।

শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে এসব ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন নদনা ইউনিয়নের দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিজাইডিং অফিসার বাবুল চন্দ্র আচার্য্য, মেম্বারপ্রার্থী সমর্থক নোমান (২২) গুলিবিদ্ধ’সহ ১০ জন। অপর আহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকে উপজেলার ১০টি ইউনিয়নের একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণের পর থেকে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বৃদ্বি পেলে বিভিন্ন কেন্দ্রে বিশৃঙ্খলা, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সকাল থেকে কেন্দ্রে হামলা, ব্যালট পেপার, সিল ছিনতাই, অবৈধ ব্যালট ও কেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে বজরা ইউনিয়নের বগাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিলমুদ দারুল উলুম মাদ্রাসা, নদনা ইউনিয়নের দক্ষিণ শাকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়াগ ইউনিয়নের বাওরকোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়, অম্বরনগর ইউনিয়নের অম্বরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাপুর ইউনিয়নের মেরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চাষীরহাট ইউনিয়নের কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে স্ব-স্ব প্রিজাইডিং অফিসারগণ।
এদিকে, সকাল সোয়া ১১টার দিকে ভোট কেন্দ্রে একদল দূর্বৃত্ত হামলা চালায়। এসময় তারা কেন্দ্রের বিভিন্ন কেন্দ্রের হামলা ও ককটেল বিষ্ফোরণ ঘটায়। এতে ওই কেন্দ্রের সহকারি প্রিজাইডিং অফিসার বাবুল চন্দ্র আচার্য্য ককটেল হামলায় আহত হয়েছেন। দুপুর ১২টার দিকে নানদিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাহিরে দু’পক্ষের সংঘর্ষে নোমান নামের একজন গুলিবিদ্ধ হয়েছে। এদিকে দুপুর ২টার দিকে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রে দখল ও সরকার দলীয় একতরফা প্রহসনমূলক নির্বাচনের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’এর ৮ জন চেয়ারম্যান প্রার্থী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ