Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ চিত্রনায়ক আমিন খানের জন্মদিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

আজ চিত্রনায়ক আমিন খানের জন্মদিন। এবারের জন্মদিনে বিশেষ কোন আয়োজন নেই বলে জানিয়েছেন তিনি। স্ত্রী ¯িœগ্ধা খান এবং দুই সন্তান ফারহান ও ইশানকে নিয়েই সময় কাটবে তার। জন্মদিনে তেমন কাজ রাখেননি তিনি। আমিন খান বলেন, জন্মদিনে সবার কাছে দোয়া চাই যেন সবাইকে নিয়ে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আমার ভক্ত দর্শকের কাছে আমি কৃতজ্ঞ যে তারা এখনো আমার অভিনীত সিনেমা মুক্তির জন্য অপেক্ষা করেন। এই ভালোবাসাই প্রকৃত ভালোবাসা। আমিন খান অভিনয়ের পাশাপাশি ওয়ালটন গ্রæপের হেড অব ব্র্যান্ড ম্যানেজম্যান্ট হিসেবে কাজ করছেন। পাশাপাশি অভিনয়ও করছেন। স্ক্রিপ্ট ভালোলাগলে সিনেমা এবং নাটকেও কাজ করছেন তিনি। ইতোমধ্যে শেষ করেছেন সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ সিনেমার কাজ। এতে তার বিপরীতে আছেন পপি। এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘অবতার’ সিনেমাটি। গত ১ অক্টোবর আমিন খান সিনেমায় পথচলার পঁচিশ বছর পূর্ণ করেছেন। ১৯৯৩ সালের ১ অক্টোবর সনি কথাচিত্রের মোহাম্মদ হোসেন পরিচালিত ‘অবুঝ দুটি হৃদয়’ দিয়ে নায়ক হিসেবে তার অভিষেক হয়। আমিন খান অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘তোমার আমার প্রেম’, ‘কাল্লু মামা’ ‘মুখোমুখি’, ‘ফুল নেবোনা অশ্রæ নেবো’, ‘হৃদয়ের বন্ধন’, ‘মরণ কামড়’, ‘টোকাই থেকে হিরো’, ‘চাকরের প্রেম’, ‘বিরোধী দল’, ‘আজ গায়ে হলুদ’, ‘আম্মাজান’ ইত্যাদি। বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে আমিন খানকে জন্মদিনের শুভেচ্ছা।



 

Show all comments
  • শিপার ২৪ ডিসেম্বর, ২০১৮, ৮:০৯ এএম says : 0
    জন্ম দিনে নতুন ছবি উপহার চাই- ছবির জন্য অপেক্ষা করি -
    Total Reply(0) Reply
  • Md.Nasir hossain ২৪ ডিসেম্বর, ২০১৮, ৪:২২ পিএম says : 0
    many many happy returns of the day
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ