প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আজ প্রখ্যাত সঙ্গীতজ্ঞ আলাউদ্দীন আলীর জন্মদিন। আজ তিনি ৬৫ বছরে পা দিচ্ছেন। জন্মদিনের প্রথম প্রহর পরিবারের সাথেই কাটবে তার। আজ দুপুর ১২.৩০ মিনিটে তিনি চ্যানেল আইয়ের তারকা কথন অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করবেন। এরপর বাকী সময়টুকু রাজধানীর রামপুরাতে নিজ বাসভবনে কাটাবেন। আলাউদ্দীন আলী বলেন, ‘সত্যি বলতে কি মন এবং শরীর দুটোর কোনটাই ভালো নেই। আমজাদ ভাই চলে যাবার পর থেকে ভীষণ খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। আমরা একসঙ্গে অনেক অনেক সিনেমায় কাজ করেছি। তিনি এভাবে হুট করে চলে যাবেন, কল্পনাও করতে পারিনি। আল্লাহ যেন তাকে বেহেস্ত নসীব করেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি, আরো ভালো কিছু কাজ আমি আমার সঙ্গীতাঙ্গণকে দিয়ে যেতে পারি।’ আলাউদ্দীন আলী জানান, তার স্ত্রী ফারজানা আলী মিমি ও আদরের ছোট মেয়ে রাজকন্যা’র সঙ্গেই তার জন্মদিনের সময় কাটাবেন। আলাউদ্দীন আলীর জন্ম পুরাণ ঢাকার নাজিমুদ্দিন রোডে। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ। তার চাচা ওস্তাদ সাদেক আলীর কাছেই তিনি প্রথম বেহালা বাজাতে শিখেন। আলাউদ্দীন আলী যখন স্কুলে সপ্তম শ্রেনীতে পড়েন সে সময় তার লেখা ও সুর করা গানে প্রথম কন্ঠ দেন খুরশীদ আলম। পরিণত বয়সে তার প্রথম সুর ও সঙ্গীত করা গান নিলু বিল্লাহর কন্ঠে ‘ও আমার বাংলা মা তোর আকুল করা’ গানটি। ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত মীর মোহাম্মদ হালিম পরিচালিত ‘সন্ধিক্ষণ’ সিনেমার জন্য প্রথম তিনি সুরকার হিসেবে কাজ শুরু করেন। আমজাদ হোসেন পরিচালিত ‘গোলাপী এখন ট্রেনে’ সিনেমায় কাজ করার জন্য সুরকার হিসেবে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। মইনুল হোসেনের ‘প্রেমিক’ সিনেমায় ‘আমার মনের ভেতর অনেক জ্বালা আগুন হয়ে জ্বলে’ গানটির জন্য গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি। জন্মদিনে আলাউদ্দিন আলীকে বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে শুভেচ্ছা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।