প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিগ এমজে দিলিপের সঙ্গে আলাপ করতে গিয়ে অভিনেত্রী স্বরা ভাস্কর তার একটি চল”িচত্রে সহশিল্পী কারিনা কাপুর খান আর তার ভবিষ্যতের প্রত্যাশা সম্পর্কে বর্ণনা করেছেন। স্বরা তার অভিনয়ে নির্মিত ‘বীরে দি ওয়েডিং’ চলচ্চিত্রে তার সহ-অভিনেত্রী কারিনা কাপুর খানকে সব পেশাদার নারীর জন্য অনুপ্রেরণা বলে উল্লেখ করেন। ভারতের একটি এফএম রেডিওতে স্বরা ‘বিগ এমজে অফ দ্য উইক’ হয়ে রেডিও জকি হিসেবে কাজ করেন। এই সময় তিনি বিগ এমজে দিলিপের সঙ্গে তার মনের কথা বলেন। স্বরা বলেন : “সে (কারিনা) আমাদের মত পেশাজীবী মেয়েদের জন্য এক অনুপ্রেরণা। সে প্রমাণ করেছে সফল ক্যারিয়ারের পাশাপাশি একজন নারী একান্ত জীবনও সমানভাবে উপভোগ করতে পারে। সে তার পেশাগত আর একান্ত জীবন যেভাবে ভারসাম্য রেখে এগিয়ে নিয়ে যা”েছ তা অসাধারণ। নিজের প্রত্যাশা সম্পর্কে স্বরা বলেন : “ আমি মধুবালাজির জীবনী চল”িচত্রে কাজ করতে চাই, যদি এই আনুসরণীয় বলিউড তারকা নিয়ে কেউ চল”িচত্র নির্মাণ করতে চায়। যদি কেউ কোনও ইতিহাসখ্যাত মানুষের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করে তাহলে আমি ইন্দিরা গান্ধির চরিত্রে অভিনয় করতে চাই।”
বলিউড শীর্ষ পাঁচ
১ কেদারনাথ
২ ২.০
৩ ভাইয়াজি সুপারহিট
৪ থাগস অফ হিন্দুস্তান
৫ বাধাই হো
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।