Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রোধ মেটাতে পানিতে চুবালো প্রতিপক্ষ

প্রকাশের সময় : ৭ মে, ২০১৬, ১২:০০ এএম

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : লক্ষ্মীপুরে মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

আজ শনিবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে জালভোট দেয়া ও ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
সংঘর্ষের এক পর্যায়ে ক্রোধ মেটাতে প্রতিপক্ষের লোকদের পুকুরের পানি চুবানোর ঘটনাও ঘটে।
সকালে লক্ষ্মীপুর সদরের টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ও রায়পুরের বামনী ইউনিয়নের আল আমীন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষ হয়।
এ ছাড়া রায়পুর উপজেলার কেরোয়া মানছুরা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেয়াকে কেন্দ্র করে ভোটগ্রহণ স্থগিত করেছে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।
এ সময় জালভোট দেয়ার দায়ে ওই কেন্দ্র থেকে ৬ পোলিং এজেন্টকে আটক করার কথা জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়া ও ভোটারদের প্রভাবিত করায় মেম্বার প্রার্থী ইসমাইল হোসেন (মোরগ) ও কামাল হোসেনের (ফুটবল) সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ২৫ জন আহত হন।
এদিকে, রায়পুরের বামনী ইউনিয়নের আল আমীন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আহতদের সদর হাসপাতালসহ প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ