Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনীতে কেন্দ্র দখলের চেষ্টা, এসআই গুলিবিদ্ধ

প্রকাশের সময় : ৭ মে, ২০১৬, ১২:০০ এএম

ফেনী জেলা সংবাদদাতা : ফেনী সদরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্র দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে গেলে পুলিশের এক এসআই গুলিবিদ্ধ হন। আজ শনিবার দুপুরে অলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াসিনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেনী মডেল থানার ওসি মাহাবুব মোর্শেদ জানান, সকালে কেন্দ্র দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার আহমেদ মুন্সি ও বিএনপির জাকির হোসেন জসিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে গেলে এসআই ইয়াসিন গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ