বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রংপুর জেলা সংবাদদাতা : রংপুরের মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হারুন-অর-রশীদকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার সকালে গোপালপুর ইউনিয়নের চিলাখাল থেকে তাকে গ্রেফতার করা হয়। হারুনেরর বিরুদ্ধে মিঠাপুকুর থানায় ১৩টি মামলা ও ৩টিতে ওয়ারেন্ট রয়েছে। মিঠাপুকুর থানা অফিসার ইন চার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, হারুন-অর-রশীদের নামে মিঠাপুকুর থানায় ১৩টি মামলা রয়েছে। এছাড়াও, তিনি তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। হারুন-অর-রশীদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সকালে চিলখাল কেন্দ্রে যান। এসময় তাকে গ্রেফতার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।