বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মুন্সিগনঞ্জ জেলা সংবাদদাতা : জেলার শ্রীনগরে এক অজ্ঞাত কিশোরীর (১৫) বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার তিনগাঁও এলাকার পুলিশের সাবেক ডিআইজি এনায়েতুল্লাহ দেওয়ানের বাড়ির পশ্চিম পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ওই বাড়ির কাছে সকালে লাশের বস্তাটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এসময় বস্তার বাইরে কিশোরীর দুই পা বের হয়ে ছিল। পরে পুলিশ এসে বস্তা থেকে লাশটি উদ্ধার করে।
পুলিশ আরো জানায়, কিশোরীর দুই হাত দুই পায়ের সঙ্গে পাটের রশি দিয়ে বাঁধা। কিশোরীর পরনে লাল রংয়ের চুড়িদার পায়জামা ও প্রিন্টের জামা ছিল। শ্রীনগর থানার অফিসার ইন চার্জ সাহিদুর রহমান লাশের সুরতহাল রিপোর্টের সূত্রে জানান, কিশোরীর ঘাড়ের হাড় ভাংগা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।