Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণসংযোগ থেকে সরে গেলেন বিএনপি প্রার্থী শাহজাহান

নোয়াখালী ব্যুরো ঃ | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়ালেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনে ধানেরশীষ মার্কার প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান। আজ শনিবার রাতে নিজ বাসভবনে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষনা দেন। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে তিনি বলেন, রাষ্ট্রযন্ত্র ও সন্ত্রাসীদের ব্যবহার করে প্রতিপক্ষ নির্মূলের যে উৎসব ক্ষমতাসীনরা আমদানি করেছে, চ’ড়ান্ত বিচারে তা কারো কাম্য নয়। জনগণের একতাবদ্ধ সংগ্রামের মধ্য দিয়েই স্বৈরাচারের পতন ঘটবে। অবিলম্বে সুষ্ঠ নির্বাচনের স্বার্থে গণসংযোগ ও প্রচারণায় সন্ত্রাসী হামলা বন্ধ, নির্বাচনে সকলের সূযোগ সৃষ্টি নিশ্চিতকরণ, নেতাকর্মীদের বাড়ী বাড়ী তল্লাশী বন্ধ, বিনা ওয়ারেন্টে গ্রেফতার বন্ধ, দোকানপাটে হামলা, ভাঙ্গচুর বন্ধের দাবি জানাই। উদ্ভূত পরিস্থিতি, প্রশাসনের চরম অসহযোগীতা, পুলিশের বেপরোয়া আচরণ এবং একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণের কারনে আমরা আমাদের নির্বাচনী কার্যক্রম আপাতত বন্ধ রাখতে বাধ্য হচ্ছি। সেনাবাহিনী মোতায়েনের পর পরিবেশ পরিস্থিতি বুঝে আমি প্রচার প্রচারণার সিদ্ধান্ত নিব। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আজ সূবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট জাকারিয়ার বাড়িতে কর্মীরা দুপুরের খাবারের প্রস্তুতি নেয়ার সময় হঠাৎ করে ডিবি পুলিশ ও চরজব্বর থানা পুলিশ বিনা উস্কানিতে অতর্কিতে অসংখ্য গুলি ও সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে নেতাকর্মীদের বিচ্ছিন্ন করে এবং বেদম প্রহার করে। এতে বিএনপির প্রায় ২০/২৫ জন নেতাকর্মী আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট জাকারিয়া, বিএনপি কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক মাহবুব আলমগীর আলো, বিএনপির –সভাপতি নুরুন্নবী চৌধুরী. কৃষকদলের সভাপতি কাদের, জেলা ছাত্রদল সভাপতি আজগর উদ্দিন দুখুসহ ১৬জন নেতাকর্মীতে গ্রেফতার করে। ফলে নিজের এবং নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ