Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথমে সহিংসতা থাকলেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

অন্যান্য নির্বাচনের তুলনায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমদিকে সহিংসতার মাত্রা কিছুটা বেশি থাকলেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে। প্রার্থীদের মধ্যে মতবিরোধ বা আদর্শগত অমিল থাববেই। এজন্যেই মাঝে মাঝে একটু উত্তেজনার সৃষ্টি হয়। এইবার সহিংসতার মাত্রাটা প্রথম দিকে একটু বেশি লক্ষ্য করেছি। তারপর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে। গতকাল শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁও কমার্স কলেজে আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় অংশ নেয়ার আগে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বিভিন্ন জায়গায় হামলা করছে। তবে, আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ