বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্রাব)’র কার্যনির্বাহী কমিটির নির্বাচনে আবুল খায়ের সভাপতি ও দীপু সারোয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর সেগুন বাগিচায় ক্রাইম রিপোর্টার্স বহুমুখী সমবায় সমিতি কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে আবুল খায়ের ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মর্তুজা হায়দার ৫৬ এবং মোয়াজ্জেম হোসেন নান্নু পেয়েছেন ৩২ ভোট। সাধারণ সম্পাদক পদে দীপু সারওয়ার ১৬৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আসাদুজ্জামান বিকু পেয়েছেন ৭২ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম ১২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী হাসান-উজ-জামান ১০৮ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মো. রাশেদ নিজাম ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী খন্দকার হানিফ রাজা ৬৬ ভোট পেয়েছেন। আন্তর্জাতিক সম্পাদক পদে শাহীন আলম ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী মো. তানভীর হাসান ৮১ ভোট পেয়েছন।
কার্যনির্বাহী সদস্য পদে মাসুদ আলম ১৭০ ভোট (প্রথম), শাহীন আব্দুল বারী ১৬৮ (দ্বিতীয়) ও সাইফ বাবলু ১০৮ (তৃতীয়) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।অপর প্রার্থী মফিজুর রহমান পেয়েছেন ৯৮ ভোট।
এছাড়া অর্থ সম্পাদক পদে দুলাল হোসেন, প্রচার ও প্রকাশনা পদে বকুল আহমেদ, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে ইমরান হোসেন সুমন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জিএম তসলিম উদ্দিন, দফতর সম্পাদক পদে শহিদুল ইসলাম রাজী, কল্যাণ সম্পাদক পদে আমিনুল ইসলাম বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তৌহিদুর রহমান ও আনিসুর রহমান আনিস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।