বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অভ্যন্তরীণ ডেস্ক : কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, ভয়ভীতি প্রদর্শন ও ভোটারদের কেন্দ্রে যেতে বাধা প্রদানের অভিযোগ তুলে চান্দিনার ৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। নির্বাচন বর্জন করা বিএনপি প্রার্থীরা হলেন- বরকইট ইউনিয়নের নূরে আলম, দোল্লায় নবাবপুর ইউনিয়নের কাজী শাহজাহান এবং কেরন খাল ইউনিয়নের শামসুল আলম ভুঁইয়া। বরকইট ইউনিয়নের বিএনপি প্রার্থী নূরে আলম সাংবাদিকদের জানান, সকালে ভোট শুরুর কিছু সময় পর একদল যুবক বিভিন্ন কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করে। প্রশাসনের নাকের ডগায় এ ঘটনা ঘটলেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি। তিনি অভিযোগ করে বলেন, 'ভোট গ্রহণে অনিয়মের বিষয়ে রিটার্নিং ও প্রিজাইডিং কর্মকর্তাসহ পুলিশ এবং প্রশাসনের অন্য কর্মকর্তাদের অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। তাই বাধ্য হয়েই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।' একই ধরনের অভিযোগ করেন দোল্লায় নবাবপুর ইউনিয়নের কাজী শাহজাহান এবং কেরন খাল ইউনিয়নের শামসুল আলম ভুঁইয়া। মানিকগঞ্জের সিংগাইরের ধল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচন বর্জন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আলী। শনিবার বেলা ১১টার দিকে তিনি ভোট বর্জন করেন। বিএনপি প্রার্থী আব্দুল আলীতার অভিযোগ, সকাল থেকেই সরকারি দলের প্রার্থী জাহিদুর রহমান ভুঁইয়ার লোকজন সব ভোট কেন্দ্র নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারে। এ ছাড়া তার এজেন্টদের কোনো ভোটকেন্দ্রে ঢুকতে দেয়নি। প্রশাসনের কাছে এসব বিষয়ে তিনি অভিযোগ করলেও তাতে কোনো প্রতিকার না পেয়ে তিনি নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নেন। এ ব্যাপারে সিংগাইরের উপজেলা নির্বাচন কর্মকর্তা হাওলাদার মোহাম্মদ কামরুল হাসান জানান, ধল্লা ইউনিয়নে বিএনপি প্রার্থীর পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগটি তিনি জেনেছেন। তবে প্রার্থীর ভোট বর্জনের বিষয়ে তিনি অবগত নন বলে জানান। ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপি প্রার্থী শাহনেওয়াজ খান। শনিবার ইউনিয়নের ধলেশ্বর গ্রামের নিজ বাড়িতে সকাল ১০টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তিনি এ সময় কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, ভয়ভীতি প্রদর্শন ও ভোটারদের কেন্দ্রে যেতে বাধা প্রদানের অভিযোগ করেন। শাহনেওয়াজ খান সাংবাদিকদের বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কোনো পরিবেশ না থাকায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ৯নং দেওটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বর্জন করেছেন বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. দিদার হোসেন।শনিবার সকাল সাড়ে ৯টায় বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়া, কেন্দ্র দখল, জাল ভোটের অভিযোগ এনে এ ঘোষণা দেন তিনি।এছাড়া ভোটগ্রহণ বন্ধ করে পুনঃতফসিলের মাধ্যমে পুনরায় ভোটগ্রহণের দাবি জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।