Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোলায় জনতার মুখোমুখি একই মঞ্চে বিএনপি ছাড়া চার প্রার্থী

ভোলা জেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

ভোলায় জনতার মুখোমুখি অনুষ্ঠানে একই মঞ্চে উঠলেন সদর আসনের বিএনপি ছাড়া চার প্রার্থী। সু-শাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজনে গতকাল শনিবার দুপুরে শহরের বাংলা স্কুল মাঠ সংলগ্ন ভাসানী মঞ্চে এ অনুষ্ঠান হয়। জনগণের মুখোমুখি অনুষ্ঠানে ভোলা সদর আসনের আওয়ামী লীগ প্রার্থী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ইসলামী আন্দোলন প্রার্থী ইয়াছিন মাওলানা নবিপুরী, জাপা প্রার্থী কেফায়েত উল্ল্যাহ নজিব ও সিপিবি প্রার্থী অ্যাডভোকেট একেএম সোহেল আহমেদ। তবে অসুস্থতার কথা বলে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীর উপস্থিত ছিলেন না।
প্রার্থীদের কাছে ভোটাররা তাদের বিভিন্ন প্রত্যাশার কথা তুলে ধরলে প্রার্থীরা নির্বাচন নিয়ে তাদের ভাবনা এবং জেলার উন্নয়ন নিয়ে কথা বলেন। ‘অবাদ নিরপেক্ষ ও শান্তিপ‚র্ণ নির্বাচন চাই, এ সেøাগানকে সামনে রেখে অনুষ্ঠিত জনগণের মুখোমুখি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজনের জেলা কমিটির উপদেষ্টা মোবাশ্বের উল্ল্যাহ চৌধুরী।এ সময় সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলিপ কুমার সরকার, সুজন’র জেলা সাধারণ সম্পাদক নাসির লিটন, হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সদর আসনের ভোটার ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তোফায়েল আহমেদ বলেন, ভোলার নির্বাচনী পরিবেশ খুবই ভাল, শান্তিপ‚র্ণ। আমি বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীরের বাড়িতে গিয়েছি। শুভেচ্ছা বিনিময় করেছি। এখানে কারো প্রচার প্রচারণায় বাধা দেয়া হচ্ছে না। তবে তারা নিজেরাই মানুষের কাছে যাচ্ছে না।
তোফায়েল আহমেদ আরো বলেন, বিএনপির আমলে ভোলায় পানি সম্পদমন্ত্রী ছিল কিন্তু ভোলার নদী ভাঙন প্রতিরোধে কোন কাজ করেনি। আমরা ভোলার নদী ভাঙন রোধে বøগ বাঁধ দিয়েছি। নদী ভঙন বন্ধ করেছি। ভোলায় ব্যাপক উন্নয়ন করেছি। ‹আমার গ্রাম আমার শহর› এই ¯েøাগান নিয়ে গ্রামগুলোতে শহরের সকল সুবিধা পৌঁছে দিয়েছি। সারা দেশের গ্রামগুলো শহরে রূপান্তর করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ