বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অর্থাৎ ৩০ ডিসেম্বর (রোববার) বাংলাদেশে অবস্থান করা মালয়েশিয়ার নাগরিকদের বিস্তারিত তথ্য চেয়েছে ঢাকায় দেশটির হাইকমিশন। ঢাকার মালয়েশিয়ার হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মালয়েশিয়ার হাইকমিশন গত ২০ ডিসেম্বর তাদের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, বাংলাদেশে আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই সময়ে মালয়েশিয়ার যেসব নাগরিক বা তাদের পরিবার বাংলাদেশে অবস্থান করবেন, তাদের নামের তালিকা ও পাসপোর্টের কপি মালয়েশিয়ার ঢাকা হাইকমিশনের ই-মেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে এরইমধ্যে নাগরিকদের ভ্রমণ সতর্কবার্তা জারি করেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। তারই ধারাবাহিকতায় মালয়েশিয়া তাদের নিজ নাগরিকদের বিষয়ে তথ্য চাইলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।