Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলোকিত চরভদ্রাসন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

গত ৫ ডিসেম্বর বাহরাইন থেকে যাত্রা শুরু করে বলিভিয়া হয়ে বাংলাদেশে পৌঁছেছে জায়েদ সাস্টেনিবিলিটি পুরস্কারের প্রকল্প ‘গাইডিং লাইট’। যার কাজ হবে, মানবতা প্রতিষ্ঠার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের ‘ফাউন্ডিং ফাদার’ এর সম্মানে বিশে^র পাঁচটি দেশে সর্বমোট ১০ হাজারটি সৌর লণ্ঠন দান। বিশ্বব্যাপী প্রচারণার অংশ হিসেবে গত ১৯ ডিসেম্বর ফরিদপুর জেলার চর ভদ্রাশনের হাজার বিঘার চরে ২ হাজার সৌর বাতি (লণ্ঠন) নিয়ে হাজির হয় ‘গাইডিং লাইট’। হাজারবিঘার চর দ্বীপে সূর্যাস্তের ঠিক পর পরই জায়েদ সাস্টেনিবিলিটি প্রাইজের লোগো লন্ঠন স্থাপনের মাধ্যমে উন্মোচন করা হয় এবং পরে তা সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরন করা হয়। স্কুল শিক্ষার্থী, স্থানীয় দোকানদার, জেলে ও তাদের পরিবার, নারী ও শিশুসহ স্থানীয় কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের কর্মীসহ মোট ১,৮৪৭ জন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে তা বিতরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ