Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাঙ্গামাটিতে অস্ত্রসহ তিন উপজাতি সন্ত্রাসী গ্রেফতার

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি থেকে অস্ত্র ও গুলিসহ তিন উপজাতীয় সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গ্রেফতারকৃতরা হলো- পার্বত্য চট্টগ্রামের শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ও জনসংহতি সমিতির সাবেক সশস্ত্র গ্রুপ কমান্ডার বিশ্ব জ্যোতি চাকমা ওরফে বাগান বাবু ওরফে কিংকর ওরফে সিদং (৫০), তার অন্যতম সহযোগী বিনয় ত্রিপুরা ওরফে সঞ্জয় ওরফে বাখর (৪৩) ও উল্যা প্রু মার্মা (৪৭)। গতকাল ভোর পৌনে ৬টার দিকে রাঙ্গামাটি সদর উপজেলার রাঙ্গামাটি-কাপ্তাই সড়ক সংলগ্ন বিলাইছড়ি পাড়া থেকে সেনাবাহিনীর একটি দল তাদেরকে গ্রেফতার করে। আইএসপিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ৭.৬২ মিঃ মিঃ মেশিনগান ও একটি ৯ মিঃ মিঃ সাব মেশিন কার্বাইন উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে রাঙ্গামাটি ও খাগড়াছড়ির আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ (মূল) ও জেএসএস (মূল) দলের সশস্ত্র শাখাসমূহকে অস্ত্র সরবরাহ করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অতি স¤প্রতি ইউপিডিএফ (মূল) দলকে ৬টি একে-৪৭ সরবরাহ করার কথা স্বীকার করে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিরাপত্তা বাহিনীর কাছে তথ্য ছিল যে, জাতীয় নির্বাচনের পূর্বে এই চক্রটি কোন একটি আঞ্চলিক দলের সশস্ত্র শাখাকে বড় অস্ত্রের চালান সরবরাহ করার পরিকল্পনা ছিল। গ্রেফতার বিশ্ব জ্যোতি চাকমা এক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী এবং আন্তঃরাষ্ট্রীয় অস্ত্র ব্যবসা ও চোরাচালানী সিন্ডিকেটের অন্যতম শীর্ষস্থানীয় নেতা ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ