Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলিন্ডার বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

রাজধানীর খিলগাঁওয়ে একটি কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেনÑ দুলাল হোসেন (৩০) রবিউল ইসলাম (৩২) হৃদয় হোসেন (১৫) ও আনিসুর রহমান (৩২)। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল বেলা ১২টার দিকে খিলগাঁও গোড়ানের ৮ নম্বর রোডের আইডিয়াল ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের সহকর্মী সাইফুল বলেন, কারখানায় কাজ করার সময় হঠাৎ গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে তারা চারজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ