Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থানা থেকে বের করে দেয়ার বক্তব্য ভিত্তিহীন বলেছে চট্টগ্রাম জেলা পুলিশ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৮, ৯:৩৩ পিএম

বাঁশখালী আসন হতে জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরী সংবাদ সম্মেলনে বাঁশখালী থানায় মামলা করতে গেলে পুলিশ তাকে থানা থেকে বের করে দিয়েছে বলে যে অভিযোগ করেছেন তা সঠিক নয় বলে চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে। এছাড়া এ ঘটনায় জাতীয় পার্টির কোন নেতা-কর্মীকে বাঁশখালী থানা পুলিশ গ্রেফতার করেনি। অন্যদিকে সরকার দলীয় সমর্থক কর্তৃক মাহমুদুল ইসলাম চৌধুরীর বাড়ি ঘেরাও এবং গুলিবর্ষণের ঘটনা সত্য নয়। সংবাদ সম্মেলনে উত্থাপিত সকল অভিযোগ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন।



 

Show all comments
  • Mohammed Shah Alam Khan ২৪ ডিসেম্বর, ২০১৮, ১০:৫৮ পিএম says : 0
    আমরা মনে করি এই ধরনের কথা কেন উঠছে এর প্রতিকার করা উচিৎ মানে এখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আমরা আগেও পড়েছি এখনও পড়ছি। কিন্তু সরকার পুলিশের বিরুদ্ধে এধরনের অভিযোগ হবার পরও তেমন কোন প্রতিকার না নেয়াতে পুলিশের উদ্যোত্ব ক্রমাগত বেড়েই চলেছে। কেন পুলিশ জাতীয় পার্টির প্রার্থির অভিযোগ নিলেন না আবার বলেছেন সংবাদ সম্মেলনে উত্থাপিত সকল অভিযোগ মিথ্যা। আমরা মনেকরি এর বিচার অবশ্যই নির্বাচনের আগেই নেয়া প্রয়োজন কারন এতে করে পুলিশের একটা শিক্ষা হবে নয়ত পুলিশ যেমন জনগণকে অবগ্যা করে আসছে তেমনটি চলতে থাকবে এতে কোন সন্দেহ নেই। আমরা চাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সরকার এখনও ক্ষমতায় রয়েছে কাজেই এর কঠিন বিচার এখনও করা সম্ভব। আল্লাহ্ আমাদেরকে সঠিক সময়ে সঠিক কাজ করার ক্ষমতা দান করুন। আমিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ