Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৈদ্যুতিক তারে জড়িয়ে নিহত ২

প্রকাশের সময় : ৭ মে, ২০১৬, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কাশিয়ানীতে বৈদ্যুতিক তারে জড়িয়ে রাজু শেখ (২৩) ও নজরুল শেখ (১৭) নামে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে হাটুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের বাড়ি কাশিয়ানী উপজেলার মাঝকান্দি ও হাটুরিয়া গ্রামে।

স্থানীয় সূত্র জানায়, রাতে সাজাইল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার মনিমোহন বাগচীর বিজয় উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অবৈধ বিদ্যুত সংযোগ দিতে গেলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় মারাত্মক আহত অবস্থায় তাদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ