প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা টেলি সামাদকে নিবিড় পরিচর্যা কেন্দ্র -আইসিইউতে নেওয়া হয়েছে। গতকাল সকালে হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। টেলি সামাদের বড় মেয়ে সোহেলা সামাদ কাকলী বিষয়টি নিশ্চিত করেছেন। বুকে ইনফেকশন নিয়ে দুই সপ্তাহ আগে স্কয়ার হাসপাতালে ভর্তি হন টেলি সামাদ। গত বুধবার তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়। এর আগে বেশ কয়েক দিন ধরেই খাবারের প্রতি অনীহা দেখা দেয় টেলি সামাদের। এতে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন তিনি। এর আগে কাকলী জানিয়েছিলেন, অনেকটা ভালো আছেন তার বাবা। তার বুকে ইনফেকশন ছিল। রক্তের প্লাটিলেট কমে যাচ্ছিল। তবে ওষুধ দেয়ার পর সেরে উঠছেন বাবা। দুই একদিনের মধ্যেই তাকে বাসায় নিয়ে যাব। ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. প্রতীক দেওয়ানের তত্বাবধানে চিকিৎসা চলছে টেলি সামাদের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।