প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
কানাডায় অবস্থানরত ক্যালগারির বাংলাদেশীরা মহান বিজয় দিবস কানাডিয়ান সরকারের উদ্যোগে সরকারীভাবে পালন করেছেন। সিটি হল কর্তৃপক্ষ ক্যালগেরির বাংলাদেশী এবং মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখানোর জন্য সিটি হল চত্বরে গভর্নমেন্ট অফিস-এর সামনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে, যা ক্যালগেরির স্থানীয় কমিউনিটিতে একটি অনন্য উদাহরণ এবং বিপুল সাড়া জাগিয়েছে বাংলাদেশীদের মধ্যে। ‘হৃদয়ে বাংলাদেশ কালচারাল এসোসিয়েশন অব ক্যালগেরি’ পক্ষ থেকে এই পতাকা উত্তোলন এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রচন্ড শীত উপেক্ষা করে ক্যালগারির বাংলাদেশীরা সিটি হল প্লাজাকে রাঙিয়ে তুলে ছিল লাল সবুজের পতাকায়। জাতিও সঙ্গীতের মাধ্য দিয়ে সকাল ১১ টায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন হয়। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মুমতাজ উদ্দিন আহমেদ, মতিউল ইউসুফ, কাজী এহসান। পড়ে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক ও দলীও সংগীত সবাই উপভোগ করেন। সিটি হল চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছে ক্যালগেরির স্থানীয় জনগণ এবং বিভিন্ন সাংস্কিতিক সংগঠনের সদস্যরা। উল্লেখ্য, বিদেশের মাটিতে পরবর্তী প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস এবং সংস্কৃতিকে তুলে ধরা, সেই সাথে চর্চা করার মাধ্যমে কানাডায় যেন বাংলাদেশী নতুন প্রজন্ম বেড়ে উঠে এবং একজন গর্বিত বাংলাদেশী কানাডিয়ান হয়-এ লক্ষ্যেই ‘হৃদয়ে বাংলাদেশ’ সংগঠন কাজ করছে। হৃদয়ে বাংলাদেশ-এর পক্ষ থেকে নাসরীন আকতার সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন। এই অনুষ্ঠানের বিশেষ সহযোগীতায় ছিলেন মাহবুব আলম, আল ইমরান নিক্কন, তাহমিনা নাসরীন তপা এবং জেনিফার জামান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।