Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনু মালিককে নিয়ে মুখোমুখি সোনা মোহাপাত্র আর সোনু নিগম

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

সঙ্গীত পরিচালক আনু মালিকের বিরুদ্ধে যৌন হয়রানির #মি টু অভিযোগকারী অনেকের মধ্যে একজন ছিলন গায়িকা সোনা মোহাপাত্র। তিনি তাকে ‘সিরিয়াল প্রিডেটর’ বলে উল্লেখ করেছেন। কিন্তু এর পরপরই গায়ক সোনু নিগম আনুর পক্ষ নিয়ে মন্তব্য করেছেন আর তা সহজে হজম করতে পারেননি সোনা। সোনু এক সংবাদ সম্মেলনে জানান, আনু মালিক তার দীর্ঘ দিনের বন্ধু, কোনও প্রমাণ ছাড়াই তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, এতে তিনি পারিবারিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। এর আগে অবশ্য তিনি # মিটু আন্দোলনের বিরুদ্ধে বা পক্ষে কোনও মন্তব্য করেননি। গত অক্টোবরে ভারতে মিটু আন্দোলনের যখন সূচনা হয় তখন মহাপাত্র, শ্বেতা পন্ডিত আর তাদের আরও দুই গায়িকা বন্ধু নাম গোপন রেখে আনু মালিকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিল। সোনুর সা¤প্রতিক মন্তব্যে মোহাপাত্র বলেন, “আমি সোনু নিগমকে সব সময় তার সহকর্মীদের চেয়ে উজ্জ্বল, বুদ্ধিমান আর প্রতিভাবান বলে মনে করে এসেছি। তার শিল্পে তিনি অতুলনীয় এবং দয়ালুও। তিনি এভাবে কথা বলায় আমি নিরাশ হয়েছি। আশা করি তিনি উপলব্ধি করবেন আমি কতটা দুঃখ পেয়েছি।” “একজন কোটিপতি কাজহীন হবে বলে সমবেদনা? তার সুবিধাভোগী নির্যাতনের শিকার বলে সহমর্মিতা? এতো মেয়ে যে নির্যাতিত হয়েছে, তার কী হবে?”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ