Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আত্মপক্ষ সমর্থনে ব্র্যাড পিট

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

রটেছে অভিনেতা ব্র্যাড পিট শুধু প্রচার পাবার জন্য ঘূর্ণিঝড় হারিকেনের আক্রান্তদের সহায়তায় এগিয়ে এসেছিলেন। এর প্রতিবাদ করেছেন তিনি। এক মামলায় উল্লেখ করা হয় অভিনেতাটি শুধু প্রচার এবং সুনামের জন্য নিই অর্লিন্সের ক্যাটরিনা ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকায় গিয়েছিলেন ত্রাণের জন্য। আদালতের দলিল থেকে জানা গেছে পিটের আইনি প্রতিনিধি গত সপ্তাহে তার মক্কেলের পক্ষ হয়ে এমন দাবি আদালতের প্রক্রিয়া থেকে বাদ দেয়ার জন্য আবেদন করেছেন। পিটের দাতব্য সংস্থা মেক ইট রাইট ফাউন্ডেশনের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়। পিটর আইনজীবী পাল্টা মামলায় বর্ণনা করেছেন : “এমন অভিযোগের কোনও বাস্তব ভিত্তি নেই যে মি. পিট কোনও দুর্গতকে উদ্দেশ্যমূলক ভাবে সহায়তা প্রদানের প্রয়াস পেয়েছেন।” পিটের আইনজীবী আরও বলেছেন, তার মক্কেলের বিরুদ্ধে কোনও স্পষ্ট প্রমাণ ছাড়াই এমন অসদাচরণের অভিযোগ আনা হয়েছে। তিনি স্বপ্রণোদিত হয়েও দুর্গতদের সাহায্যার্থে কাজ করেছেন সাধারণ মানুষ যার সুবিধা পেয়েছে।” ব্র্যাড পিট ‘ফাইট ক্লাব’, ‘স্ন্যাচ’ এবং ‘ইনগেøারিয়াস বাস্টার্ডস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত। অভিনয় ছাড়া তিনি চল”িচত্র প্রযোজনাও করে থাকেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ