Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাগনভূঞায় মতবিনিময় সভায় আকবর হোসেন

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে

দাগণভূঞা (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

ফেনী-৩ আসনের জোট প্রার্থী দাগণভূঞা উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আকবর হোসেন বলেছেন, দেশে আজ দুঃশাসন বিরাজ করছে। আমাদের দলের চেয়ারপারসন দেশমাতা আজ কারাবন্দি এবং তারুণ্যের অহঙ্কার ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রবাসে অবস্থান করছেন। ফলে দেশমাতাকে মুক্ত করছে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরিয়ে আনতে যে কোনো মূল্যে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। গতকাল (শনিবার) দাগনভূঞার আলাইয়ারপুরস্থ নিজ বাড়িতে নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে আকবর হোসেন উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বলেন, জনগণ আ.লীগকে ভোট দেবে না জেনে তারা মামলা-হামলা ও গ্রেফতারের পথ বেছে নিয়েছে। বাড়ি বাড়ি গিয়ে নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তবে কোনো কিছুতেই কাজ হবে না। জনগণ দল বেঁধে ভোটকেন্দ্রে যাবে এবং বালটের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।
উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক ওবায়দুল হক চুট্টুর উপস্থাপনায় মতবিনিময় সভায় বিভিন্ন ইউনিয়নের সভাপতি সম্পাদক, উপজেলা যুবদলের সভাপতি সম্পাদক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও উপজেলা শ্রমিক দলের আহŸায়ক বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ