Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরসিংদীতে ৪ কেন্দ্রে জালভোট-সংঘর্ষ-গুলি, আহত ২০

প্রকাশের সময় : ৭ মে, ২০১৬, ১২:০০ এএম

নরসিংদী স্টাফ রিপোর্টার : চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে নরসিংদীর রায়পুরা উপজেলায় চারটি কেন্দ্রে জালভোট দেওয়াকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ২০ জন আহত হয়েছেন।

জানা যায়, বেলা ১০টার দিকে উপজেলার মির্জাপুর ও শ্রীনগর রংপুর কেন্দ্রে সংঘর্ষ বাঁধে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। জালভোট দেওয়াকে কেন্দ্র করে শ্রীনগর রংপুর কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী ও সতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে টেটাবিদ্ধ হয়ে পাঁচজন আহত হন।

অপরদিকে, নীলক্ষা ইউনিয়নে সরকার দলীয় প্রার্থী তাজুল ইসলামের সমর্থকরা হরিপুর কেন্দ্র দখল করে জালভোট ও কেন্দ্র দখলের সময় তাদের বাধা দিলে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় ১৫ জন আহত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ