রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কলারোয়ায় শতাধিক ভোটগ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ বাতিল করে ইতোপূর্বে প্রেরিত চিঠি ফেরত নেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সপ্তাহের প্রথম দিকে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের আগামী ২২ও ২৩ ডিসেম্বর ট্রেনিংয়ে অংশগ্রহণ করার জন্য উপজেলা নির্বাচন অফিস থেকে পত্র দেয়া হয়। কর্মরত অফিসের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে পত্র পৌঁছানো হয়।
এদিকে গত সপ্তাহের শেষ দিকে গত বুধবার থেকে অনেকের কাছ থেকে এই চিঠি ফেরত নেয়া হয়েছে। তবে মৌখিকভাবে কর্মরতদের উপজেলা অফিসের মাধ্যমে প্রশিক্ষণে অংশগ্রহণে ইতোপূর্বে প্রদত্ত চিঠি ফেরত নেয়া হয়েছে বলে প্রাথমিক শিক্ষকদের একটি সূত্র জানায়। কি কারণে প্রশিক্ষণে অংশ গ্রহণের চিঠি ফেরত নেয়া হচ্ছে তা বলা হয়নি। তবে বিরোধী দল সমর্থক কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগপত্র বাতিল করা হয়েছে বলে মনে করা হচ্ছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে এই প্রশিক্ষণ শুরু হয়েছে। শতাধিক ব্যক্তির প্রশিক্ষণের চিঠি ফেরত নেয়ার কারণে তার এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেনি বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের সূত্র বহু শিক্ষকের প্রশিক্ষণের চিঠি ফেরত নেয়ার সত্যতা স্বীকার করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।