Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কচুয়া আ.লীগের বিরতিহীন প্রচারণা

কচুয়া (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

বিরতিহীন প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন চাঁদপুর-১ (কচুয়া) জাতীয় সংসদ নির্বাচনী আসনের আ.লীগ মনোনিত প্রার্থী স্বাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দীন খান আলমগীর এমপি, বিজয়ী হওয়ার লক্ষ্যে তিনি তার নির্বাচনী আসনে কনকনে শীত উপেক্ষা না করে নিরলসভাবে দিন-রাত উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচার-প্রচারণা, গণসংযোগ, পথসভা চালিয়ে যাচ্ছেন। শান্তি, শৃঙ্খলা, সমপ্রীতি, উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে প্রার্থীর পাশাপাশি ইউপি চেয়ারম্যান ও মেম্বারগণসহ নেতাকর্মীরা গ্রামে গ্রামে নৌকার পক্ষে প্রচার-প্রচারণা গণসংযোগ উঠান বৈঠক করছেন। গতকাল ১ নং সাচার ইউপির সাচার হাতিরবন্দ গ্রামে প্রার্থীর পক্ষে উঠান বেঠক করতে দেখা যায়, ঢাকা শাহবাগ থানা আ.লীগের সভাপতি মো. জি এম আতিকুর রহমান, উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান ওসমান গনি মোল্লা, সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বটু কৃষ্ণ বসু, মো. আবুল বাশার মেম্বার, ইউপি আ.লীগের সভাপতি মিন্নত আলী তাল্লুকদার (মিনু) মেম্বারসহ কর্মী-সমর্থকরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ