রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ল²ীপুরে আ.সন্ত্রাসীরা ত্রাসের রাজত্ব কায়েম করছে। তারা ল²ীপুরকে ভ‚তুড়ে ও বিপজ্জনক শহরে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন ল²ীপুর-৩ সদর আসনের জাতীয় ঐক্যফ্রন্ট জোটের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। গতকাল শনিবার সকালে শহরের নিজ বাস ভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, গত কয়েকদিন ধরে আমার নির্বাচনী এলাকায় আমার প্রতিদ্ধ›দ্বী নৌকা মার্কার প্রতীকের প্রার্থী তার স্বশস্ত্র ক্যাডার বাহিনী দিয়ে হামলা চালিয়ে আমার নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুরসহ নেতাকর্মীদের পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ ছাড়া প্রশাসন আমার নেতাকর্মীদের নির্বাচনী চালানো অবস্থায় কোনো ওয়ারেন্ট ছাড়াই আটক করছে ও নির্বাচনী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য হুমকি দিচ্ছে। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, পৌর যুবদলের সভাপতি হুমায়ুন কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।