বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার ১৮টি ইউনিয়নে শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে নারী-পুরুষ ভোটারদের উপস্থিতি লক্ষনীয়। শনিবার সকাল ৮টা থেকে ১৮৩টি ভোটকেন্দ্রে একযোগে শুরু হয় ভোট গ্রহণ। এখন পর্যন্ত কোথাও কোন কোন গোলযোগ বা সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ করা গেছে। নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভোটার ও নির্বাচন সংশ্লিষ্টরা। অন্যদিকে প্রার্থীরা জানিয়েছেন, স্বতঃর্স্ফূত ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এদিকে ভোট নির্বিঘ্ন করতে এবং নাশকতা এড়াতে প্রশাসেনর পক্ষ থেকে কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।