Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাকের পার্টি পাশে না থাকলে আ.লীগ ক্ষমতায় টিকে থাকতে পারতো না

নির্বাচনী জনসভায় মোস্তফা আমির ফয়সাল

বরুড়া (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০৫ এএম

জাকের পার্টি পাশে না থাকলে গত দশ বছর সরকার ক্ষমতায় টিকে থাকতে পারতো না। বিএনপি জামায়াতের শাসনামলে সিরিজ বোমা হামলার কারণে জাকের পার্টি দেশব্যাপী গ্রামে গঞ্জে পাহাড়া দিয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করে ছিলো।
২০০৮ সালে নির্বাচনের সময় আওয়ামী লীগকে প্রথম সমর্থণ জানিয়ে ছিলো। আমরা দেশের প্রয়োজনের নির্বাচনের অংশগ্রহণ করেছি। আওয়ামী লীগ স্বাধীনতার জন্য রক্ত দিয়ে দল প্রতিষ্ঠিত করেছে। জাকের পার্টি মুক্তিযোদ্ধের চেতনার বিশ্বাস নিয়ে প্রেমের বাশি বাজিয়ে দল প্রতিষ্ঠিত করেছে। তৃতীয় শক্তি হিসেবে জাকের পার্টির প্রয়োজন। সরকার দেশের উন্নয়ন করেছে সত্য, তবে ধনীরা আরো ধনী হয়েছে। মেহনতি মানুষের কোন উন্নয়ন হয়নি। ক্ষুধা ও দারিদ্র রয়েছে। আমরা ক্ষমতায় গেলে ধান, চালের দাম কমিয়ে দেবো। রাস্তা, ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নের পাশাপাশি পরিকল্পনা মাফিক দেশকে এগিয়ে নেবো। গতকাল শুক্রবার বিকেলে বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জাকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মোজাদ্দেদী এ কথাগুলো বলেন।
কুমিল্লা-৮ (বরুড়া) আসনে জাকের পার্টির মনোনিত প্রার্থী মাওলানা মুফতি শরিফুল ইসলাম সাইফির সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জাকের পার্টির প্রেসিডিয়াম সদস্য প্রফেসর ওবায়দুর রহমান কুমিল্লা (দ.) জেলা জাকের পার্টির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন মজুমদার, উত্তর জেলা সভাপতি অ্যাডভোকেট আবদুল হালিম, চাঁদপুর জেলা সভাপতি কাজী মাহবুবুর রহমান, ব্রহ্মণবাড়িয়া-৩ আসন সংসদ সদস্য প্রার্থী সেলিম কবির প্রমুখ।



 

Show all comments
  • SHAMEM ২৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০৫ এএম says : 0
    জাকের পাটির সরকার দরকার
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ