Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোর-২ আসন ধানের শীষের প্রার্থী আটক

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০৫ এএম

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ধানের শীষের প্রার্থী জামায়াতের সাবেক সংসদ সদস্য আবু সাঈদ মো. শাহাদাৎ হোসেনকে ঝিকরগাছা থানা পুলিশ আটক করেছে। গতকাল শুক্রবার সকালে ঝিকরগাছার পুরন্দরপুর এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে।
ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, শুক্রবার সকালে আবু সাঈদ মো. শাহাদাৎ হোসেনকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পেইন্ডিং নাশকতা মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। দুপুরে আবু সাঈদকে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।

এরআগে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তার ঝিকরগাছা শহরের বাসভবনে একদল হেলমেটধারী দুর্বৃত্ত হামলা চালায় বলে অভিযোগ করা হচ্ছে। দুর্বৃত্তরা তার ব্যক্তিগত একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে। আবু সাঈদকে আদালতে নেওয়ার পর তার ছেলে হাবিব কায়সার স্বজনদের সঙ্গে নিয়ে শুক্রবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন।
তিনি অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তার ঝিকরগাছা শহরের বাসভবনে একদল হেলমেটধারী দুর্বৃত্ত হামলা চালায় বলে অভিযোগ করা হচ্ছে। দুর্বৃত্তরা তার ব্যক্তিগত একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল ভাংচুর করে। শুধু তাই নয়, মাটশিয়া গ্রামে প্রচারণা চালানোর সময় তার পিতা ধানের শীষের প্রার্থীর উপর হামলা করা হয়। এছাড়া প্রতিদিন পোস্টার ছেঁড়া, মাইক ভাঙচুর, প্রচারণায় থাকা কর্মীদের ধরপাকড় করা হচ্ছে। নেতাকর্মীদের ভোট কেন্দ্র যেতে নিষেধ করা হচ্ছে। এজন্য তারা নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করে সেনাবাহিনী মোতায়েনের দাবি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ