বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে বাঁশের তৈরী নৌকা প্রতীকে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নগরীতে নৌকার প্রার্থীর প্রচার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের প্রার্র্র্র্র্র্র্থী শামশুল হক চৌধুরীর সমর্থনে পটিয়ার হাইদগাঁও ৭ নম্বর ওয়ার্ডে বাঁশের তৈরি একটি নৌকা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গতকাল শুক্রবার ভোরে বাঁশের তৈরি নৌকাটি পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন নেতারা। এ ঘটনার প্রতিবাদে নৌকার সমর্থকরা করে।
প্রার্থী সামশুল হক চৌধুরী বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। এটি নাশকতামূলক কাজ। আমি তীব্র নিন্দা জানাই। এ ধরনের ঘৃণ্য কাজ করে আওয়ামী লীগের পক্ষে, নৌকার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা ঠেকানো যাবে না। এদিকে নগরীর পাঁচলাইশ থানার বাদুরতলা এলাকায় চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. আফছারুল আমীনের প্রচার গাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ করা হয়। বৃহস্পতিবার সন্ধায় বাদুরতলা জঙ্গিশাহ মাজার গেইট এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানান আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, বাদুরতলা এলাকায় প্রচারণা শেষ করে ফেরার সময় পেছনের গাড়িতে হামলা হয়। গাড়ি লক্ষ করে ইট নিক্ষেপ করা হয়, তবে কেউ আহত হয় নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।