Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্দুকের নলে ক্ষমতার পালাবদলে প্রধানমন্ত্রী বিশ্বাস করেন না

জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

আওয়ামী লীগ মনে করে নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পালাবদল হবে। বন্দুকের নলে পালাবদলে আমাদের প্রধানমন্ত্রী বিশ্বাস করেন না। সেজন্য তিনি জনগণের শক্তিকেই একমাত্র শক্তি মনে করেন। গতকাল শুক্রবার বিকালে গুলশানের ইয়ুথ ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় এ সব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি আরো বলেন, আজকে আমাদের উদ্দেশ্য এই যে, আমরা আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনের মুখোমুখি হচ্ছি। দেশের মানুষ বিশ্বাস করেন এবারের নির্বাচনে আবারও শেখ হাসিনাকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে লাভ হবে না উল্লেখ করে তিনি বলেন, এরমধ্যেও আমরা দেখেছি নানা ধরনের ষড়যন্ত্র। নির্বাচন বানচাল করার অপচেষ্টা চলছে। দেশের জনগণ সব ষড়যন্ত্র একের পর এক উপলব্ধি করে রুখে দিয়েছে। ষড়যন্ত্র যে-ই করুক না কেন, কোনও লাভ হবে না। দেশের মানুষ আবারও তাদের ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে জয়যুক্ত করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ