বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজারের প্রখ্যাত আইনজীবী সাবেক পার্লামেন্ট সদস্য ও ইসলামী চিন্তাবিদ মরহুম অ্যাডভোকেট ফিরোজ আহমদ চৌধুরীর ১৬তম ইন্তেকাল বার্ষিকী আজ। এ উপলক্ষে অ্যাডভোকেট ফিরোজ আহমদ চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবারের মত এবারো গ্রহণ করা হয়েছে বিভিন্ন কর্মসূচি। কর্মসূচির মধ্যে রয়েছে, মরহুমের স্মরণে খতমে কুরআন, কবর জিয়ারত, আলোচনা সভা ও দোয়া মাহফিল। বাদ মাগরিব কক্সবাজার শহরের লালদীঘির পাড় বায়তুর রহমান জামে মসজিদে মরহুম অ্যাডভোকেট ফিরোজ আহমদ চৌধুরী ও তার মহিয়সী স্ত্রী কুলসুম নাহার চৌধুরীর স্মরণে অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল।
এতে মরহুমদ্বয়ের আত্মীয় স্বজন, গুণগ্রাহীদের অংশগ্রহণ করার জন্য অ্যাডভোকেট ফিরোজ আহমদ চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি আলী হাচ্ছান চৌধুরীর পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।