প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মোশাররফ করিম, শামীম জামান ও আ খ ম হাসান তিন বন্ধু। অভিনেতা হিসেবে তিন জনই জনপ্রিয়। তবে এই তিন বন্ধুর মধ্যে শামীম জামান অভিনয়ের পাশাপাশি নির্দেশনাতেও নিয়মিত তিনি। ৯০ দশকের শুরুর দিকে মোশাররফ করিম, শামীম জামান ও আ খ ম হাসানের বন্ধুত্বের শুরু। সেই থেকে আজ পর্যন্ত তাদের বন্ধুত্বে কোনরকম ফাটল ধরেনি। দীর্ঘদিনের পথচলায় তারা একসঙ্গে অনেক নাটকেও অভিনয় করেছেন। সেসব নাটক শুধু দর্শকপ্রিয়ই হয়নি, আলোচিতও হয়েছে। তিন বন্ধু আবারো একসঙ্গে একই ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই’র প্রযোজনা সংস্থা ‘এম প্রোডাকশন’র ব্যানারে ধারাবাহিক নাটকটি নির্মাণ করেছেন শামীম জামান। নাম চাটাম ঘর। এটি বাংলাভিশনে প্রচার হচ্ছে। নির্মাতা শামীম জামান জানান, আপাতত ৫২ পর্ব নির্মিত হয়েছে। তবে তাদের লক্ষ্য ১০৪ পর্ব। ধারাবাহিক এই নাটকে মোশাররফ করিম অভিনয় করছেন মোহন চরিত্রে। আ খ ম হাসান নবাব চরিত্রে এবং শামীম জামান অভিনয় করছেন মুকিত চরিত্রে। ধারাবাহিক এ নাটকে এই তিন বন্ধুর সঙ্গে আরো যারা অভিনয় করছেন রোবেনা রেজা জুঁই, নাদিয়া আহমেদ, নাবিলা ইসলাম’সহ আরো অনেকে। ‘চাটাম ঘর’ ধারাবাহিকটি প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘শামীম জামান, আ খম হাসানের সঙ্গে কাজ করতে গেলে মনেই হয়না কাজ করছি। কারণ তেমন কোন চাপ অনুভব করিনা। আমি যত পরিচালকের নির্দেশনায় কাজ করে আনন্দ পাই তাদের মধ্যে শামীম জামান অন্যতম। শামীম জামানের অনেক নাটকই দর্শকপ্রিয়তা পেয়েছে। ভালো কাজ করার জন্য যে রসদ দরকার তা অনেক সময়ই পাওয়া যায়না। চাটাম ঘর এই গল্পে মূলত শিল্পের কথা বলে। শিল্পের বড় একটি জায়গা হচ্ছে বাস্তবতাকে ছাড়িয়ে কল্পনার জগতে ঢুকে যাওয়া। সেই কল্পনারতো কোন সীমা নেই। রবীন্দ্রনাথ কখনো শিশুর কল্পনা জগতকে বাঁধাগ্রস্থ করতেন না। তাই চাটাম ঘরে কল্পনা আশ্রয় নিয়েছে। কল্পনায় মানুষ যে কতো জায়গায় যেতে পারে তার কোন সীমা নেই। সেই কল্পনাকেই মানুষের গাল গল্পের মধ্যদিয়ে দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করা হবে চাটাম ঘরের মধ্যদিয়ে। সব গল্পই নাটক নয় তবে কোন কোন গল্প নাটক হয়ে উঠে নাট্যকারের লেখনীর মধ্যদিয়ে। চাটাম ঘর নাটক হয়ে উঠেছে।’ শামীম জামান বলেন, ‘চাটাম ঘর নিয়ে আমি অনেক বেশি আশাবাদী। আমার বিশ্বাস চাটাম ঘর দর্শকের মনের চাহিদা পূরণ করতে সক্ষম হবে। কারণ এই নাটকের গল্পে অনেক ভিন্নতা আছে। আর যারা অভিনয় করছেন প্রত্যেকেই যার যার চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। আমি বিশেষত কৃতজ্ঞ আমার বন্ধু মোশাররফ করিমের কাছে। সেই সাথে আখম হাসানের কাছেও।’ আ খ ম হাসান বলেন, ‘এরইমধ্যে বুঝতে পেরেছি যে, নাটকটি বেশ জমে উঠেছে , কারণ বেশ সাড়া পাচ্ছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।