প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেত্রী শবনম ফারিয়া বিয়ের ঘোষণা দিয়েই বিয়ে করে ফেলেছেন। গত বুধবার ফারিয়া নিজের ফেসবুকে বিয়ের দুটি ছবি আপলোড করেন। তবে কবে নাগাদ বিয়ে হয়েছে, সে বিষয়ে তিনি কিছুই জানাননি। ধারণা করা হচ্ছে, অনেকটা ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ছবি প্রকাশের পর থেকেই অভিনন্দনের জোয়ারে ভাসছেণ ফারিয়া-অপু দম্পতি। ফারিয়ার স্বামী হারুনুর রশীদ অপু, একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক। তাদের বিয়ে দুই বছর আগে হওয়ার কথা ছিল। সম্প্রতি শবনম ফারিয়া জানিয়েছিলেন, ওই সময় অপুর বাবা মারা যাওয়ার কারণে বিয়ে পিছিয়ে যায়। এর এক বছরের মাথায় আবার আমার বাবা মারা যান। এ কারণে দুই বছর পিছিয়ে যায় আমাদের বিয়ে। তিন বছর ধরে আমাদের দুজনের বন্ধুত্ব। চলতি বছরের ফেব্রুয়ারিতে আমাদের আংটি বদল হয়। গত ১৭ ডিসেম্বর ফারিয়া জানিয়েছিলেন, দুই পরিবারের সম্মতিতে পারিবারিকভাবে আগামী বছর ১ ফেব্রুয়ারি তাদের বিয়ে হবে। তবে ঘোষিত সেই সময়ের আগেই বিয়ের আয়োজন সম্পন্ন করেছেন এ জুটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।