Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুলিয়া রবার্টস যেদিন জেনেছিলেন তিনি বিখ্যাত

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

তার বয়স তখন ২১, একদিন এক বাথরুম স্টলে এক ভক্ত তার অটোগ্রাফ চেয়ে বসে। আর সেদিনই অভিনেত্রী জুলিয়া রবার্টস জেনেছিলেন তিনি বিখ্যাত মানুষদের অন্তর্ভুক্ত হয়েছেন। ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত তার ‘মিস্টিক পিৎজা’ চল”িচত্রের কোন এক আনুষ্ঠানিকতা পালনের সময় তাকে বাথরুমে যেতে হয় সেদিনই তিনি সেই ভক্তের মুখোমুখি হয়েছিলেন। অস্কার বিজয়ী ৫১ বছর বয়সী অভিনেত্রীটি এক পডকাস্টে তার এই অভিজ্ঞতার কথা বলেছেন। কাজের অবকাশে তিনি জর্জিয়ায় তার মা আর ছোট বোনের সঙ্গে মিলিত হবার জন্য ফিরেছিলেন সেই সময়। তাদের সঙ্গে ফিল্ম দেখতে গেলে তার খ্যাতির এই পরিচয় হয়েছিল। “ফিল্মটি শেষ হবার পর আমি বাথরুমে গিয়েছিলাম। বাথরুমে এক মহিলা বাইরে থেকে আমাকে জিজ্ঞাসা করে, ‘এই স্টল নাম্বার ওয়ানে যে মেয়েটি আছ, তুমি কি ‘মিস্টিক পিৎজা’তে ছিলে?’ মরিয়া সেই ভক্ত দরজার নিচে দিয়ে এক টুকরো কাগজ এগিয়ে দিয়ে আমার কাছে অটোগ্রাফ চেয়েছিল।” তিনি বলেন, “এমন সময় নয়। তারপর ভাবলাম, দাঁড়াও ব্যাপারটি তো অন্য রকম।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ