Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাই আ.লীগ জেএসএস প্রচারণা তুঙ্গে নীরব বিএনপি

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় একাদশ সংসদ নির্বাচনে বিভিন্ন প্রার্থীর সভা, সমাবেশ, উঠান বৈঠক, গণসংযোগ ও প্রচার-প্রচারণা তুঙ্গে। এর মধ্যে বাংলাদেশ আ.লীগের বিরামহীন প্রচার-প্রচারণা, উঠান বৈঠক, সভা, সমাবেশ ও গণসংযোগ তুঙ্গে রয়েছে। নৌকা প্রার্থী দীপঙ্কর তালুকদার ও তার নেতাকর্মীরা মাঠ পর্যায়ে চষে বেড়াচ্ছে। অন্য দিকে, পাহাড়ি সংগঠন জেএসএস স্বতন্ত্র প্রাথী (সিংহ প্রতীক); ঊষাতন তালুকদার ও তার মাঠপর্যায়ের কর্মী-সমর্থকরা পাহাড় ও দুর্গম পাহাড়ি পল্লীগুলোতে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে লাঙ্গলের প্রার্থী অ্যাডভোকেট এম এ কে পারভেজ তালুকদার ও বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুঁই চাকমা কোদাল প্রার্থী একবার এসে নিজের প্রচারণা চালিয়েছেন। কাপ্তাই উপজেলার দুই-একটি প্রতীকের পোস্টার দৃশ্যমান দেখা গেলেও বিএনপির কোনো পোস্টার ও প্রচারণা দেখা যায় না। 

যতটুকু জানা যায়, নিজেদের আন্তঃকোন্দল, কমিটি নিয়ে দ্ব›দ্ব সঙ্ঘাতের ফলে এক সময়ের কাপ্তাই বিএনপির ঘাঁটি এখন নিরব। বর্তমানে বিএনপির কোন্দলের ফলে কেউ কোনো সঠিক সিদ্বান্ত নিতে পারছেন না। যার ফলে তারা অন্ধকারে আইসিওতে আছে বলে তৃণমূল নেতাকর্মীরা এ মন্তব্য করেন। আ.লীগ একজন নেতা বলেন, আমাদের প্রার্থীকে বিজয়ী করার জন্য আমরা আপ্রণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে আমরা সব ধরনের প্রচার-প্রচারণা ও গণসংযোগ করে চলছে, অবশ্যই এবারো আমরা বিজয়ী হবো বলে উল্লেখ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ